নরসিংদীতে মদ, বিয়ারসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে আজ শুক্রবার ভোরে বিদেশি মদ ও বিয়ারসহ মাসুম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নরসিংদীতে বিদেশি মদ ও বিয়ারসহ মাসুম মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নরসিংদী বড় বাজার জামে মসজিদসংলগ্ন একটি গোডাউন থেকে মাসুমকে গ্রেপ্তার করে। তিনি নরসিংদী শহরের পূর্ব দত্তপাড়ার বাসিন্দা।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক, মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল আজ ভোরে অভিযান চালায়।
অভিযানে মাসুমকে আটক করা হয়। তিনি মাদক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ১৯৫ বোতল বিয়ার ও ৬৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করে। যার বাজার মূল্য চার লাখ সাড়ে চার হাজার টাকা।
মাসুমের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।