খুলনায় নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

খুলনায় বিআইডব্লিউটিএ টার্মিনালে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে আজ সকালে শ্রমিকরা মিছিল করে। ছবি : এনটিভি
মজুরি বাড়ানোসহ ১৫ দফা দাবিতে খুলনায় নৌযান শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। আজ শনিবার পঞ্চম দিনেও খুলনা থেকে কোনো নৌযান চলাচল করেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টার্মিনালেও পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিএর টার্মিনালে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যনারে আজ সকালে শ্রমিকরা মিছিল করে। মিছিলে তারা দাবির সমর্থনে স্লোগান দেয়।
নৌযান শ্রমিক নেতা বাহারুল ইসলাম জানান, মজুরি না বাড়ানো হলে কোনো শ্রমিক কাজে যোগ দেবে না।
ধর্মঘটের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের অনড় অবস্থানের কারণে বিপাকে পড়েছেন সার ব্যবসায়ীরা। তবে জ্বালানি তেলবোঝাই ট্যাংকার ধর্মঘটের আওতা মুক্ত রয়েছে। এতে জ্বালানি তেল পরিবহন বা সরবরাহে কোনো ব্যাঘাত ঘটছে না।