ঢাকা সিটি কলেজে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার। আগামীকাল মঙ্গলবার তিনি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী সকাল ৮টায় ভোটকেন্দ্রে যাবেন।
তবে ঢাকা উত্তর বা দক্ষিণ, কোনো সিটি করপোরেশন নির্বাচনেই ভোট দিতে পারবেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিজেই এ কথা জানান।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক খালেদা জিয়াকে প্রশ্ন করেন, ‘আপনি ভোট দিতে যাবেন কি না?’ উত্তরে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ঠিক সিটি করপোরেশনের ভোটের মধ্যে পড়ছি না।
আমি এখনো ক্যান্টনমেন্টের ভোটার। ক্যান্টনমেন্ট (সিটি করপোরেশন) ভোটের মধ্যে আসে না। আমার ভোট এখনো ক্যান্টনমেন্টেই।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সেনানিবাস এলাকার ভোটার, যা সিটি করপোরেশনের আওতাধীন নয়। ২০০৮ সালে যখন ভোটার তালিকা করা হয় তখন খালেদা জিয়া ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়িতে ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর তৎকালীন এরশাদ সরকার তাঁকে বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন।
২০১০ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার খালেদা জিয়ার সেনানিবাসের ওই বাড়ির বরাদ্দ বাতিল করে। এরপর থেকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’তে থাকছেন।
আগামীকাল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।