ইডেনে নতুন হোস্টেলে ফাটল, ত্যাগের নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/04/27/photo-1430142715.jpg)
রাজধানীর ইডেন মহিলা কলেজের নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হোস্টেলে ফাটল দেখা দিয়েছে। এ কারণে হোস্টেলের ছাত্রীদের এক সপ্তাহের জন্য বাইরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। আজ সোমবার বিকেলের মধ্যে ছাত্রীরা হোস্টেল ত্যাগ করেছেন।
১১ তলাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হোস্টেলে এক হাজার ২০০ ছাত্রী থাকেন। ২০১৩ সালে এর নির্মাণকাজ শেষ হয়।
ওই হোস্টেলের এক ছাত্রী এনটিভি অনলাইনকে বলেন, হোস্টেল কর্তৃপক্ষ আজ সোমবার দুপুরে ছাত্রীদের ডেকে সাতদিনের জন্য হোস্টেল ত্যাগ করতে বলে। তবে যাঁরা স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিচ্ছেন, তাঁদের ঢাকার কোথাও থাকার ব্যবস্থা না থাকলে কর্তৃপক্ষ অন্য হোস্টেলে থাকার ব্যবস্থা করবে। নইলে তাঁরাও হোস্টেলের বাইরে থাকতে পারবেন। এরপর তিনি ঢাকার যাত্রাবাড়ীতে এক আত্মীয়ের বাড়িতে চলে যান।
ওই ছাত্রী আরো জানান, গত শনিবার ও রোববার দুই দফা ভূমিকম্পে তাঁদের হোস্টেলের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যার পর আতঙ্ক ছড়িয়ে পড়লেই অনেক ছাত্রী তখন হোস্টেল ত্যাগ করেন।
ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা সাংবাদিকদের বলেন, পরপর দুদিনের ভূকম্পনে হোস্টেলের ২৯টি কক্ষে ফাটল দেখা দিয়েছে। নিরাপত্তার কারণে সাতদিনের জন্য ছাত্রীদের হোস্টেল ছাড়তে বলা হয়েছে। প্রকৌশলীদের দিয়ে হোস্টেলটি পরীক্ষা করার পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। ওই হোস্টেলের যেসব ছাত্রীর পরীক্ষা রয়েছে, তাঁদের অন্য হোস্টেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।