নোমানকে বিএনপির স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে দলের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিএনপি পরিবার নামের একটি সংগঠন।
আজ শনিবার বিকেলে নগরীর নাসিমন ভবন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য অ্যাডভোকেট কবির চৌধুরী, নগর মহিলা দলের সভানেত্রী জেলী চৌধুরী, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, ছাত্রদলের সভাপতি গাজী সিরাজসহ অন্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় রাজনীতিতে আবদুল্লাহ আল নোমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিএনপির যেকোনো সংকটময় মুহূর্তে তাঁর ভূমিকা ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ। অবিলম্বে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা।
আবু সুফিয়ানকে মূল্যায়ন করার দাবি
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির নতুন জ্যেষ্ঠ সভাপতি আবু সুফিয়ানকে মূল্যায়ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
আজ সকালে নগরীর বহদ্দারহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন চান্দগাঁও বিএনপির নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা। এতে অন্যান্যের মধ্যে নগর বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর মুহাম্মদ হোসেন লিটন ও মো. আবু তোরাব বক্তব্য দেন।
বক্তারা নগর কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ করে আবু সুফিয়ানকে মূল্যায়নের দাবি জানান। নতুন কমিটিতে সুফিয়ানকে সভাপতি না করে সিনিয়র সহসভাপতি করা হয়েছে।