সবাইকে স্বাবলম্বী করতে চায় সরকার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের সব পরিবারকে স্বাবলম্বী করতে চায়। এই দেশকে একটি সুখী, সমৃদ্ধিশালী জাতি হিসেবে গঠন করতে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই প্রক্রিয়া এরই মধ্যে গ্রামপর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের সবার দায়িত্ব হলো সেই প্রক্রিয়াকে সফল করে তোলা।’
আজ রোববার দুপুরে সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত পল্লী সঞ্চয় ব্যাংক ঝালকাঠি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে সমবায় ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান গড়ে ওঠে। আবার উৎখাত হয়ে যায়। তাই সরকারের সরাসরি তদারকিতে পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালিত হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী এই ব্যাংকের টাকা ব্যয় হবে।’
ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজাপুরের শাখা ব্যবস্থাপক মো. আল-আমিন। এর আগে গতকাল শনিবার শিল্পমন্ত্রী ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্মিত মিলনায়তনের উদ্বোধন করেন। এ সময় এক সুধী সমাবেশে বক্তব্য দেন শিল্পমন্ত্রী।