শ্রীপুরে জঙ্গিবিরোধী কনভেনশন

গাজীপুরের শ্রীপুরে আজ রোববার জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
গাজীপুরের শ্রীপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার শ্রীপুর উপজেলা প্রশাসন এ কনভেনশনের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে বিকেলে অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়ালের পরিচালনায় কনভেনশনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুরের পিপি হারিছউদ্দিন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটির সদস্য, রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।