ঐতিহাসিক পাকুড়িয়া গণহত্যা দিবস পালন

নওগাঁর মান্দায় ঐতিহাসিক পাকুড়িয়া গণ্যহত্যা দিবস পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল লতিফ মণ্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফসার আলী মণ্ডল, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন, গণহত্যার দিনে সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া মমতাজ উদ্দিন (আহত), শহীদ পরিবারের সন্তান মাস্টার জসিম উদ্দিন, প্রধান শিক্ষক পিয়ার বক্স মণ্ডল।
শেষে গণকবর জিয়ারত করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান ব্যক্তিগত তহবিল থেকে শহীদদের পরিবারের জন্য ২৮ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন।
উল্লেখ্য, একাত্তরের ২৮ আগস্ট পাক হানাদার বাহিনী নওগাঁর মান্দা উপজেলার পাকুড়িয়া গ্রামে গণহত্যা চালায়। এ হত্যাযজ্ঞে শহীদ হয়েছিলেন গ্রামের ১২৮ জন নিরীহ মুক্তিকামী মানুষ।