নওগাঁয় জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন

নওগাঁয় আদালত চত্বরে আজ জঙ্গিবিরোধী মানববন্ধন করে জেলা বার অ্যাসোসিয়েশন। ছবি : এনটিভি
নওগাঁয় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন করেছে জেলা বার অ্যাসোসিয়েশন।
আজ রোববার বেলা ১১টায় শহরের আদালত চত্বরে মানববন্ধন হয়। এরপর জেলা বার অ্যাসোসিশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে জেলা বার অ্যাসোসিশনের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ডি এম আব্দুল বারী, শহিদুল ইসলাম বেলাল, রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল বাকী বক্তব্য দেন। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।