অগ্রিম টিকেটের জন্য ভিড় নেই চট্টগ্রাম রেলস্টেশনে

রেলের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও আজ সোমবার ভিড় ছিল না চট্টগ্রাম রেলস্টেশনে। ছবি : এনটিভি
রেলযাত্রীদের জন্য ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও প্রথম দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীদের তেমন সাড়া মেলেনি। আজ সোমবার সকাল থেকেই টিকেট কাউন্টারগুলোতে ভিড় দেখা যায়নি টিকেটপ্রত্যাশীদের।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম দিনে ৭ সেপ্টেম্বরের টিকেট দেওয়া হলেও যেহেতু সেদিন থেকে সরকারি ছুটি শুরু হবে না, সেহেতু টিকেটের চাহিদা কম। তবে কাল থেকে পর্যায়ক্রমে ২ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রির পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
ঈদ উপলক্ষে প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে ১০টি আন্তনগর, সাতটি মেইল ও দুটি লোকাল ট্রেন ছাড়বে। এসব ট্রেনে কমপক্ষে ৮৫ হাজার যাত্রী বহনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।