অবরোধ কর্মসূচিতে রিশার বাবা-মা

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৪) হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে আসছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কাকরাইল মোড়ে এ কর্মসূচিতে অংশ নেন রিশার বাবা-মাও।
বেলা ১১টার পর থেকেই কাকরাইল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। দুপুর ১টার পর সড়ক অবরোধের কারণে ওই এলাকাসহ আশপাশের সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।
২টার দিকে রিশার বাবা মো. রমজান আলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে প্রায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে পানি ও বাতাস দিয়ে স্বাভাবিক রাখার চেষ্টা করে।
প্রচণ্ড গরম ও মানসিক চাপের কারণে রিশার মা কাকরাইল মোড়ে একটি দোকানের বারান্দায় অবস্থান নেন।
কাকরাইলে শিক্ষার্থীদের এ কর্মসূচির বিষয়ে আজ দুপুরে এনটিভি অনলাইনাকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা আড়াইটার দিকে রাস্তা থেকে সরে গেছে। কিন্তু তারা আগামীকালও তাদের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।’
রিশা হত্যা মামলার আসামি ওবায়দুল খানের বিষয়ে জানতে চাইলে মশিউর রহমান বলেন, ‘ওবায়দুলকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করি, শিগগিরই ওবায়দুলকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’
ওবায়দুলকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে বলে জানান ওসি।
রাজধানীর কাকরাইলে ২৪ আগস্ট উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে এই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল খান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে রিশার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রিশার মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খান নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
আসামি ওবায়দুল খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।