কালীগঞ্জে কারেন্ট জাল জব্দ, ছয় জেলের অর্থদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছেন। এ সময় ওই কারেন্ট জাল ব্যবহারের অভিযোগে ছয় জেলেকে আটক করে অর্থদণ্ড করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আক্তার এ দণ্ডাদেশ প্রদান করেন।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের সুনীল চন্দ্র দাস (৫০), কমল চন্দ্র দাস(৪০), বক্তারপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫), সুবল চন্দ্র দাস (৪৫), বেরুয়া গ্রামের ফালাইনা শেখ (৫০), গাজীপুর মহানগরী এলাকার বাড়ীয়া গ্রামের নিকুঞ্জ চন্দ্র দাস। তাঁদের কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান জানান, আজ সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম শারমিন আক্তারের নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের সময় ছয় জেলেকে হাতেনাতে আটক করেন। তাঁদের কাছ থেকে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা ওই কারেন্ট জাল স্থানীয় বক্তারপুর মডেল হাইস্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটক জেলেদের প্রত্যেককে মৎস্য সম্পদ আইন রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর (৫) ধারা মোতাবেক এক হাজার টাকা করে অর্থিক জরিমানা করা হয়।