ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা।
গতকাল মঙ্গলবার বিকেল থেকে এ যানজট শুরু হয়। আজ বুধবার দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ জানান, গতকাল বিকেলে ওই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি যানবাহন বিকল হয়ে যায়। সেগুলো সরাতে দেরি হওয়ায় যানজট সৃষ্টি হয়। তার ওপর গতকাল বিকেল থেকে বৃষ্টি, চালকদের এলোমেলো গাড়ি পার্কিং, মহাসড়কের ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি থাকা, গরুবাহী ট্রাক চলাচল শুরু হওয়া এবং মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চার লেনের কাজ চলমান থাকায় এই যানজট দীর্ঘ হয়। ফলে গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুর থেকে গাজীপুরের চন্দ্রা, সফিপুর হয়ে কোনাবাড়ী পর্যন্ত ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
ওসি আরো জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে।