অস্ত্র মামলায় তিন শিবির সদস্যের ২১ বছর কারাদণ্ড

অস্ত্র আইনের মামলায় ছাত্রশিবিরের তিন সদস্যকে ২১ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
আজ বুধবার চট্টগ্রামের বিশেষ ট্রাইবুনালের বিচারক ও যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মদ বিলকিস আক্তার এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- মো. সরওয়ার ওরফে বাবলা, মো. নুরনবী ওরফে ম্যাক্সন ও মানিক ওরফে গিট্টু মানিক। ২০১১ সালে নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি একে ৪৭ রাইফেল, ২৭টি গুলি, একটি বিদেশি পিস্তলসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করে। এদের মধ্যে মানিক পলাতক। বাকি দুজনকে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, এর দুইদিন আগে এক অভিযানে পুলিশ সরওয়ার ওরফে বাবলা, মো. নুরনবী ম্যাক্সনকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি মতে তাদের সহযোগী মানিকের বাড়ির পেছন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় বায়েজিদ থানায় মামলাটি করে পুলিশ।
বিশেষ ট্রাইবুনালের বেঞ্চ সহকারী ফুয়াদ হোসেন জানান, অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১৪ বছর এবং (চ) ধারায় সাত বছর করে তিনজনের প্রত্যেককে ২১ বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।