প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে বিএনপির শোভাযাত্রা

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে শোভাযাত্রা বের করে বিএনপি। ছবি : এনটিভি
চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার নগরীর কাজীর দেউরি এলাকা থেকে বিশাল শোভাযাত্রা বের করে মহানগর বিএনপি।
শোভাযাত্রায় ঢোল বাদ্য বাজনাসহ নেতাকর্মীরা নানা ধরনের প্ল্যাকার্ড বহন করে।
পরে মহানগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা মাহাবুবুর রহমান শামিম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সাইফুল ইসলাম, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, ইয়াছিন চৌধুরী লিটন ও ছাত্র দল সভাপতি গাজী সিরাজ উল্লাহ বক্তব্য দেন।