মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোংলায় বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার আলোচনাসভার আয়োজন করে পৌর বিএনপি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. জুলফিকার আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, পৌর কাউন্সিলর আলাউদ্দিন, ইমান হোসেন, খোরশেদ আলম, সাবেক পৌর কমিশনার এমরান হোসেনসহ সহযোগী সংগঠনের নেতারা।