বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করে বাগেরহাট জেলা বিএনপি। ছবি : এনটিভি
আলোচনাসভা আয়োজনের মধ্য দিয়ে দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দলের জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপত্বিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম প্রমুখ । আলোচনা সভা শেষে কেক কাটা হয়।