ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন ঝালকাঠি বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপি নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
শহরের ফায়ার সার্ভিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
বেলা ১১টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
এ সময় পুলিশের বেষ্টনীর মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।