নাশকতার অভিযোগে ঝিনাইদহে পাঁচজন গ্রেপ্তার

ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই পাঁচজনকে। দুপুরের পর তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এই পাঁচজনকে আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাসপাতালটির চেয়ারম্যান ড. সাহাদৎ হোসেন, পরিচালক সাইদুর রহমান, সহকারী প্রশাসনিক কর্মকর্তা নূরুজ্জামান, মার্কেটিং বিভাগের আজমীর জোহা এবং এসিআই কোম্পানির মেডিকেল প্রতিনিধি এ বি এম শহিদুল্লাহ। তবে কনকর্ড ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার সবদুল হোসেন সাবুকে আটক করা হলেও থানায় নেওয়ার পর তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলা শহরের উপশহরপাড়ার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে মর্মে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো জানান, আজ দুপুরে গ্রেপ্তার এই পাঁচজনকে আদালতে পাঠানো হবে।