নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন

ঝালকাঠির নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।
আনিসুর রহমান হেলাল খানকে সভাপতি ও সেলিম গাজীকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপির ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।
অপরদিকে মজিবুর রহমানকে সভাপতি ও সরোয়ার হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, সম্প্রতি জেলা বিএনপির এক সভায় সর্বসম্মতিক্রমে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। কমিটি অনুমোদনের পর তা আজ প্রকাশ করা হয়।