উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে খাদিজা খানম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুণ্ডুপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
খাদিজা ওই গ্রামের সালাম শেখের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে খেলার সময় খাদিজা বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে খাদিজাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।