চট্টগ্রামে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে চট্টগ্রামে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড হয়ে গেছে।
আজ শনিবার বিকেলে উত্তর জেলা ছাত্রদল নগরীর জমিয়াতুল ফালাহ চত্বর থেকে একটি মিছিল বের করলে পুলিশের ধাওয়ায় মিছিলটি পণ্ড হয়ে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।
উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম জানান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। এ সময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের ধাওয়া ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে নাসিমন ভবনে মহানগর বিএনপি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে। নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও পেশাজীবী নেতা কর্মসূচিতে বক্তব্য দেন।
২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। প্রায় দেড় বছর পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।