ব্যবসায়ী হত্যার দায়ে ৫ জনের ফাঁসির আদেশ

গাজীপুরের ধীরাশ্রমে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
আজ রোববার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলো মো. ইয়াকুব আলী, মো. হান্নান ওরফে হান্নু, মো. মনির হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু ও মো. ইকবাল হোসেন। এ ছাড়া মো. মাসুদ ওরফে মাইচ্ছাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এদের সবার বাড়ি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায়। রায় ঘোষণার সময় দেলোয়ার হোসেন শুধু কাঠগড়ায় হাজির ছিলেন। বাকিরা পলাতক।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হারিছ উদ্দিন ও আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে আইনজীবীরা জানান, ধীরাশ্রম এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আবু সাইদ মাটির ব্যবসা করতেন। ২০০৮ সালের ১৭ জুন তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরের দিন সকালে ধীরাশ্রম এলাকায় রেল লাইনের পাশে তাঁর মাথা থেতলানো লাশ পাওয়া যায়।
এ ঘটনায় নিহত সাইদের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। পুলিশ তিনজনকে আটক করার পর তাঁরা আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পুলিশ দণ্ডাদেশপ্রাপ্ত ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।