জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের নিরাপত্তায় কাজ করছে সরকার

রপ্তানীমুখি শিল্পের শ্রমিকদের আর্থিক সহায়তার পাশাপাশি জাহাজভাঙ্গা শিল্পের শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।
আজ রোববার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত শিল্প সম্পর্ক শ্রম ক্ষেত্রে উন্নয়ন ও পক্ষ সমূহের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান শ্রমসচিব। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস এই মতবিনিময় সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের জন্য নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জাহাজভাঙ্গা শিল্পের শ্রমিকদের সুরক্ষার কথা জানান শিল্পসচিব। ভবিষ্যতে এই শিল্পের নিরাপত্তার জন্য আরো অনেক পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনায় আরো অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক ড. অনুপম সাহা।
অনুষ্ঠানে বিভিন্ন সময় জাহাজভাঙ্গা শিল্পে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে কল্যাণ ফান্ডের চেক বিতরণ করা হয়।