চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গায় স্কুলছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ ও হত্যার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে দামুড়হুদায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই মানববন্ধন চলে।
দামুড়হুদা শহরের চৌরাস্তা মোড় থেকে থানা মোড় পর্যন্ত দীর্ঘ এই মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, বাজার কমিটির নেতা আবদুল হাকিম, নিহত সজীবের বোন সোনিয়া খাতুন, যুবলীগ নেতা হজরত আলী, এম নুরুন্নবী ও সেলিম উদ্দীন বগা। বক্তারা সজীব হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন।
দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান স্কুলছাত্র সজীব হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের কৃষিমেলা থেকে একটি সংঘবদ্ধ চক্র দামুড়হুদা ব্রিজপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা ভি জে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মাহফুজ আলম সজীবকে কৌশলে অপহরণ করে। এরপর তাঁর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে সজীবের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে হত্যা করে।
অপহরণের এক মাস পর র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প সদস্যরা গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবিপাড়ার একটি চার্জার লাইট কারখানার সেপটিক ট্যাংকের ভেতর থেকে সজীবের গলিত লাশ উদ্ধার করে। সজীবের মামা আবদুল হালিম বাদী হয়ে ওই দিন কারখানার মালিক সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য রাকিবুল ইসলাম রাকিবসহ ছয়জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে প্রধান আসামির শ্বশুর কোরবান আলী, শাশুড়ি জুলেখা এবং শ্যালক মতিয়ারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
এদিকে ঘটনার পর থেকে সজীবের মা মাহবুবা বেগম ও বোন সোনিয়া খাতুন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন। এ জন্য তাঁরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। সেই সঙ্গে সজীবকে অপহরণ ও খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, সজীব হত্যার ঘটনায় আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মুহূর্তে আসামিদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।