শুঁটকিতে ফরমালিন, চার ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রামে ভেজাল শুঁটকি তৈরির দায়ে গ্রেপ্তার চার ব্যবসায়ী। ছবি : এনটিভি
চট্টগ্রামে শুঁটকিতে ফরমালিন মেশানোর দায়ে চার ব্যবসায়ীকে আট মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের শুঁটকিপল্লীখ্যাত আছাদগঞ্জে জেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. হেলাল উদ্দিন, সুব্রত বড়ুয়া, মো. হারুন ও রিপন বড়ুয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসেন জানান, আছাদগঞ্জের শাহী ট্রেডার্স, বার আউলিয়া, মেসার্স সুনীল কান্তি বড়ুয়া ও হাসেম সওদাগর নামের দোকানগুলোতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
ওই সময় শুঁটকিতে ফরমালিন ব্যবহার ও রং মেশানোর দায়ে চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও চারজনকে আট মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানের সময় আছাদগঞ্জ থেকে এক হাজার ৫০০ কেজি ভেজাল শুঁটকি উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত।