ঝালকাঠিতে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ঝালকাঠিতে আজ মঙ্গলবার বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন জেলা শাখা জঙ্গিবাদবিরোধী মানববন্ধন করে। ছবি : এনটিভি
ঝালকাঠিতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন জেলা শাখা। আজ মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন জেলা শাখার সভাপতি ও এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুর রশিদ, সংগঠনের নেতা মাওলানা মো. ইদ্রিস আলম, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মাওলানা মো. মিজানুল হক, মাওলানা মো. আসাদুজ্জামান, মাওলানা মো. আবদুল মান্নান ও মাওলানা মো. মাহাবুবুর রহমান।
মানববন্ধনে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।