স্বচ্ছতার সাথে পদ্মা সেতুর কাজ চলছে : সেতুমন্ত্রী

পদ্মা সেতুর কাজ নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী শতভাগ স্বচ্ছতার সাথে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণকাজে আর কোনো অন্তরায় নেই। নিজস্ব অর্থায়নে শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন করতে পারবে এটা অনেকে কল্পনাও করতে পারেনি।
আজ বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোহাছিতে পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন সেতুমন্ত্রী।
২০১৮ সালের সময়সূচি অনুযায়ী সেতুর কাজ একদিনও পিছিয়ে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বড় কাজে এক শ্রেণির মানুষের হিংসা থাকবে। কিন্তু তাতে পদ্মা সেতুর কাজে কোনো বাধার সৃষ্টি হবে না। এসব বিষয় নিয়ে তিনি মোটেই বিচলিত নন বলে দাবি করেন মন্ত্রী।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, সেতুর কাজের পাশাপাশি সেতুর সাথে সম্পৃক্ত দেশের সব মহাসড়কগুলো ধাপে ধাপে চার লেনের আওতায় আনা হবে। এ ছাড়া ঢাকার বাবুবাজার থেকে পদ্মা সেতু সংযোগ পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজের জন্য এরই মধ্যে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সাথে সড়ক ও জনপদ (সওজ) এবং সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।