১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন
হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কুড়িগ্রাম পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর আগমনের অপেক্ষায় চিলমারীর থানাহাট এইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই অপেক্ষায় ছিল কয়েক হাজার মানুষ।
পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা কুড়িগ্রাম সেজেছে নতুন রূপে। সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকারের কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে। চলতি বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল পর্যন্ত এ কর্মসূচির আওতায় চাল পাবে হতদরিদ্র পরিবারগুলো। কুড়িগ্রামে এক লাখ ২৫ হাজার ২৭৯টি পরিবার এ কর্মসূচির আওতায় চাল পাবে।