জিয়াউর রহমানের পদক সরিয়ে নেওয়ায় খুলনা বিএনপির নিন্দা

শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক ও সম্মাননা স্মারক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে নেওয়ায় নিন্দা জানিয়েছেন বিএনপি খুলনা মহানগর শাখার নেতারা।
আজ বুধবার মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। এ ঘটনাকে প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তি বলে আখ্যায়িত করেন নেতারা।
বিবৃতিতে বিএনপি নেতারা আরো বলেন, ‘একাত্তর সালের সেই উত্তাল ও সংকটসঙ্কুল সময়ে শীর্ষ নেতৃত্বের আত্মসমর্পণ যখন জাতিকে নেতৃত্বশূন্য ও দিশেহারা করে তুলেছিল, সেই সময় মেজর জিয়ার বিদ্রোহ ও স্বাধীনতার আহ্বান এ জাতিকে মুক্তির মন্ত্রে উদ্দীপ্ত করে। তিনি শুধু যুদ্ধের ডাকই দেননি, রণাঙ্গনে অস্ত্র হাতে দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শন ও অনন্য অবদান রাখায় সরকার তাঁকে বীর উত্তম খেতাব প্রদান করেছিল।’
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু প্রমুখ।