খাবারে রং, ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঝিনাইদহের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার আলাদা অভিযানে গীতাঞ্জলী সড়ক ও চাকলাপাড়ার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে রং মেশানোর অপরাধে গীতাঞ্জলী সড়কের আলিফ ফুড প্রোডাক্টস ও চাকলাপাড়ার দুটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া স্থানীয় ডাকাবাংলা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ সাবান ও ভেজাল তেল রাখার দায়ে মেসার্স নির্মল ব্যানার্জি নামের একটি প্রতিষ্ঠানের মালিক শ্যামল ব্যানার্জিকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আরো কয়েকটি ওষুধের দোকান ও মুদি দোকানে অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহেল সুলতান জুলকার নাইন কবীর। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।