উল্টোপথে গাড়ি চালালে কঠোর ব্যবস্থা

মহাসড়কে উল্টোপথে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার সকালে গাজীপুরের তেঁতুইবাড়ীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালের সামনে আন্ডারপাস উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, মহাসড়কে যানজটের অন্যতম প্রধান কারণ উল্টোপথে যান চলাচল। ভিআইপি, মন্ত্রী কিংবা যত গুরুত্বপূর্ণ ব্যক্তিই হোক, উল্টোপথে গাড়ি চালালেই ব্যবস্থা নেওয়া হবে। উল্টোপথে যানবাহন দেখা গেলে মামলা করা হবে।
মন্ত্রী জানান, যানজট নিরসনে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে মন্ত্রী নবীনগর-চন্দ্রা মহাসড়কের তেঁতুইবাড়ীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের সামনে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত আন্ডারপাস উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান টোকন, হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাউতুন বিনতে সুলায়মান, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান প্রমুখ।