সুনামগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর এলাকায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুনামগঞ্জের এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই আসামিকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম এরশাদ (২৮)। তিনি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সুদূরপাথাড়ি গ্রামের বাসিন্দা।
গাজীপুরের শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শ্রীপুরের আমান টেক্সটাইলের সামনে থেকে এরশাদকে গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জের জেলা আদালত এরশাদকে তাহিরপুর থানার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ড দেন। এর আগে থেকেই তিনি পলাতক ছিলেন।