দলে পজিশন নেই, কিন্তু করছে আবদার : মেয়র নাছির

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দলে কোনো পজিশন নেই এমন লোকজনও বর্তমানে আওয়ামী ঘরানার হয়ে বিভিন্ন ধরনের আবদার করছে এবং প্রশাসনকে চাপ সৃষ্টি করছে।
আজ শুক্রবার সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র এ মন্তব্য করেন। চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, নেছার আহমেদ মঞ্জু, মুক্তিযোদ্ধা সাহাবউদ্দীন আহমদ ও অনুপম বিশ্বাস বক্তব্য দেন।
মেয়র নাছির উদ্দীন দাবি করেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি আজ পর্যন্ত প্রশাসনের কাজে কোনো চাপ সৃষ্টি করেননি। তিনি প্রত্যেককে নিজের বিবেক দিয়ে পরিচালিত, দায়িত্বশীল হওয়া ও দায়িত্বশীলের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দায়িত্ব পালনে চট্টগ্রামের মানুষের অনেক ভালোবাসা পেয়েছেন জানিয়ে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘জনগণের মন মানসিকতা পরিবর্তন না হলে এককভাবে কেউ সফল হতে পারবে না।’
সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পাওয়া স্বীকৃতি চট্টগ্রামের উল্লেখ করে মেজবাহ উদ্দিন বলেন, ‘এ পুরস্কারটি আজীবন চট্টগ্রামের হয়ে থাকবে।’ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়ে দায়িত্ব নিলে চট্টগ্রামের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেজবাহ উদ্দিন। পরে তাঁকে বিভিন্ন সংগঠন ক্রেস্ট তুলে দেয়।