দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আওয়ামী দুঃশাসনের কবলে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। হত্যা-গুম-নির্যাতন চালিয়ে বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্র চলছে।’
সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই সরকার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার খুলনা মহানগর মহিলা দলের এক আলোচনা সভায় নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। বেলা ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন হয়।
এ সময় খুলনা মহানগর শাখার সভাপতি মঞ্জু বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজকে উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। দেশে নারী নেতৃত্ব প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে জন্ম হয়েছিল জাতীয়তাবাদী মহিলা দলের।
রাজপথের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মহিলা দলের ভূমিকা স্মরণ করে আগামীতেও একই ভূমিকা পালনের জন্য মঞ্জু সবার প্রতি আহ্বান জানান।
খুলনা মহানগর মহিলা দলের সভাপতি রেহানা আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফিরোজা বুলবুল কলি, বিএনপি নেতা অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, শফিকুল আলম তুহিন, কোহিনুর বেগম, মুন্নি জামান, কাউন্সিলর রোকেয়া ফারুক, আনজিরা খাতুন, নাদিরা হোসেন তুলি, কাওসারী জাহান মঞ্জু, শ্রাবণী হক, শাহনাজ পারভীন, লাভলী, সুলতানা রহমান, পারভীন, জেসমিন আরা প্রমুখ।