টাঙ্গাইলের পথে থেমে থেমে চলছে গাড়ি

দুপুরের পর থেকেই রাজধানী থেকে টাঙ্গাইলের পথে যানবাহনের চাপ বেড়েছে অনেকখানি। যত সময় যাচ্ছে, এ মহাসড়কে গাড়ির ভিড় তত বাড়ছে আর বিপরীত দিকে কমে যাচ্ছে গতি।
এর ফলে দীর্ঘ লাইনে থেমে থেমে চলছে গাড়ি। আর মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছে যানজটের। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে চাকরিজীবীরা দুপুরের পর পরই আসতে শুরু করেন বিভিন্ন বাস টার্মিনালে।
যানজট নিরসনে কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি কাজ করছেন কমিউনিটি পুলিশ ও স্কাউট সদস্যরা। মাঝরাতের দিকে যানবাহনের চাপ কমতে পারে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই সড়কে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি রয়েছে কোরবানির পশুবাহী ট্রাক। যাত্রীদের যাঁরা বাসের আসন পাননি, তাঁদের দুপুরের প্রচণ্ড রোদের মধ্যে গাড়ির ওপরে উঠে বাড়ি ফিরতে দেখা গেছে।
কালিয়াকৈর হাইটেক পার্কের পাশের রাস্তায় দেখা গেছে, টাঙ্গাইলমুখী পথে ট্রাক ও বাসের দীর্ঘ সারি। অন্যপাশ কিছুটা ফাঁকা। বাসযাত্রীরা দীর্ঘ সময়ে এক জায়গায় বাস দাঁড়িয়ে আছে বলে জানান।
এদিকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা মোড়েও দেখা গেছে গাড়ির ভিড়। ঢাকা-ময়মনসিংহ সড়কেও গাড়ির বেশ চাপ রয়েছে। বিকেল থেকে এ পথেও চাপ বেড়েছে।
চৌরাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন যানবাহনের অপেক্ষায়। পরিবার-পরিজন নিয়ে তাদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বলে জানান তাঁরা। তবে এত কিছুর পরেও বাড়ি ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে এটুকু কষ্ট করতে রাজি তাঁরা।