মহাসড়কে পণ্যবাহী যান নামলেই ব্যবস্থা

গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ আজ শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
আগামীকাল শনিবার ভোর থেকে কোনো পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ডভ্যান মহাসড়কে নামলেই সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ এই কথা জানিয়েছেন।
আজ শুক্রবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান পুলিশ সুপার। এ সময় তিনি আরো জানান, আগামীকাল গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে মহাসড়কে যানবাহনের চাপ আরো বাড়বে। সেই পরিস্থিতিতে যানজট নিরসনে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
এদিকে আজ রাতেও চন্দ্রা, কালিয়াকৈর ও সূত্রাপুর এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার ঘরমুখো মানুষ।