বগুড়ায় পেট্রল পাম্পে আগুন, শতাধিক দোকান ছাই

পেট্রল পাম্পের আগুন বাজারে ছড়িয়ে শতাধিক দোকান পুড়ে যায়। ছবি : এনটিভি
বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচকবাজারে একটি পেট্রল পাম্পের ডিপোতে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনায় শতাধিক দোকান পুড়ে গেছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। পরে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, গাইবান্ধা ও রংপুর ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ চারজন আহত হয়েছে। তাদের শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিচকবাজারে নওশিন পেট্রল পাম্পের ডিপোতে বৈদ্যুতিক শটসার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। এ সময় ডিপোতে রাখা পেট্রলের ড্রাম ও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বাজারে ছড়িয়ে পড়ে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।