সিগারেট কারখানায় বয়লার বিস্ফোরণ, মৃত্যুর আশঙ্কা

গাজীপুরের টঙ্গী রেলগেট এলাকায় একটি সিগারেট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৬টার দিকে এ ঘটনার পর আগুন ছড়িয়ে পড়েছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, টেমকো সিগারেট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় কয়েকজন মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওসি আরো জানান, ফায়ার সার্ভিসের চার-পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।