দেশি গরু বেশি চাঁপাইনবাবগঞ্জের হাটে

ঈদকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। ছবি : এনটিভি
বিভিন্ন জাতের দেশি ও ভারতীয় গরুর সমাহারে জমে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের কোরবানির পশুর হাটগুলো।
জেলা সদরের বটতলা হাট, শিবগঞ্জের তর্তিপুর হাট ও নাচোলের সোনাইচণ্ডীসহ ছোট বড় প্রায় ২০টি হাটে শেষ মুহূর্তে জমজমাট রূপ নিয়েছে গরু-ছাগলের বেচাকেনা।
এবার হঠাৎ বন্যার কারণে পদ্মা নদীতে ব্যাপক পানি থাকায় তুলনামূলকভাবে কম এসেছে ভারতীয় গরু। তবে স্থানীয় হাটগুলো ঘুরে দেখা গেছে ভারতীয় গরুর চেয়ে দেশি গরুর সংখ্যাই বেশি। বিক্রেতারা জানালেন, এ বছর গড়ে ৪২ থেকে ৫৫ হাজার টাকা মূল্যের গরুই বেশি বিক্রি হচ্ছে। হাটগুলোয় আকারভেদে ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে ছাগল।
তবে গতকাল শুক্রবার বটতলা হাটে সর্বোচ্চ এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের গরু বিক্রি হতে দেখা গেছে।