টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৫

টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকটি পাশের খাদে পড়ে গিয়ে শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার আশরাফ উল আলম জানান, ঢাকা থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক শহর বাইপাস কান্দিলা নামক স্থানে পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পাশে ডোবায় পানির মধ্যে পড়ে যায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। নিহতদের মধ্যে দুজন শিশু ও দুজন নারী রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। প্রায় দুই ঘণ্টা উদ্ধারকাজ চালিয়ে পানিতে ডুবে থাকা সিমেন্টের বস্তার নিচ থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে। লাশগুলো এখন টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশের রেকার দিয়ে বাসটি সরানোর পর যান চলাচল শুরু হয়।