জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদ
কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/10/photo-1473514617.jpg)
জাতীয় জাদুঘর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদে কুড়িগ্রাম জেলা শহরে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ছবি : এনটিভি
জাতীয় জাদুঘর থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাধার মুখে সেখানেই সমাবেশ করে জেলা বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার দুপুরে জেলা শহরের পোস্টঅফিস পাড়ায় জেলা বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
পরে পুলিশি বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল হাসনাইন কায়কোবাদ, আবু তাহের আলী, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, জেলা যুবদলের রায়হান কবির, নাদিম আহমেদ, ছাত্রদল নেতা আমিনুল ইহছান, হাসান জোবায়ের হিমেল প্রমুখ।