গাজীপুরে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

গাজীপুরে মাদক ব্যবসা করার অভিযোগে এক দম্পতিসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১। গত শুক্রবার দিবাগত রাতে ওই ব্যক্তিদের আটক করা হয়।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২৪ হাজার ইয়াবা বড়ি, নগদ প্রায় সাত লাখ ২১ হাজার টাকা ও গহনা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছে, কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী গ্রামের বাসিন্দা জাফর আলম ওরফে ইকবাল (৩৭), তাঁর স্ত্রী লাকী আক্তার (২৭), শরীয়তপুর জেলার ডামুড্যা থানার ছোট সিধলপোড়া গ্রামের মো. নানু ভূঁইয়া (৩৭) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার খৈলকড়া গ্রামের রিপন মোল্লা (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে শুক্রবার মধ্য রাতে টঙ্গী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টঙ্গী মোক্তারবাড়ি রোডের একটি বাড়ি থেকে জাফর ও লাকীকে ২২ হাজার ইয়াবা বড়ি ও ৮৯ হাজার টাকাসহ হাতেনাতে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নান্নুকে এক হাজার ২৩০ টি ইয়াবা বড়ি এবং নগদ দুই লাখ ৭০ হাজার টাকাসহ টঙ্গীর কলেজ গেইট এলাকা থেকে আটক করা হয়। এ ছাড়া ওই দম্পতির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা ১১ নং সেক্টরের ১২ নং বাড়ি থেকে রিপন মোল্লাকে ৭৭০টি ইয়াবা বড়ি ও নগদ তিন লাখ ৬২ হাজার টাকাসহ আটক করেছে র্যাব।
র্যাব আরো জানায়, আটক জাফর লবণ ব্যবসায়ীর ছদ্মবেশে ওই এলাকায় বছর দুয়েক ধরে মাদক ব্যবসা করছিল। এরই ধারাবাহিকতায় গত এক বছর আগে তাঁর চার সন্তান ও স্ত্রী থাকা সত্ত্বেও লাকী আক্তারকে বিয়ে করেন এবং লাকীকে দিয়ে টঙ্গী এলাকায় দুটি বাসা ভাড়া নেন। একটি বাসায় তিনি নিজে থাকেন আরেকটিতে তাঁর গাড়িচালক থাকার নাম করে ইয়াবা মজুদ রাখেন। এ ছাড়া আটক নান্নু ভূঁইয়া এক থেকে দেড় বছর ধরে জাফরের কাছ থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে উত্তরা, কামারপাড়া ও এর আশপাশের এলাকায় তা বিক্রি করেন বলে র্যাব জানায়।