শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যায় পৌরসভার আলীনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম তমিজ উদ্দীন ওরফে টুটুল (৩০)। টুটুল আলীনগর ভূতপুকুর গ্রামের বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার নূরে আলম জানান, বিকেলে আলীনগর স্কুল মাঠে ওই শিশুটি বন্ধুদের সঙ্গে খেলা করছিল। এ সময় খাওয়ার লোভ দেখিয়ে টুটুল শিশুটিকে স্কুল সংলগ্ন রেশম উন্নয়ন বোর্ডের ভেতরে নির্জন একটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করলে স্থানীয় দুই যুবক এগিয়ে গেলে টুটুল শিশুটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক বিষয়টি র্যাবকে জানানো হলে র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আলীনগর স্কুল এলাকা থেকে টুটুলকে আটক করে।
শনিবার রাতে টুটুলকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।