সিরাজগঞ্জে আগুনে পুড়ল পাঁচ দোকান

সিরাজগঞ্জ শহরের চান্দ আলী মোড়ে একটি মার্কেটে আগ্নিকাণ্ডে পাঁচটি দোকান প্রায় ভস্মীভূত হয়ে গেছে। আজ শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
দোকানমালিকদের দাবি, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে ।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ভোরে একটি দোকানে আগুন দেখে এলাকায় দায়িত্বরত নৈশপ্রহরী চিৎকার করতে থাকেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন জানান, একটি ইলেকট্রনিকের দোকান থেকে শরটসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির বিষয়ে পরে জানানো যাবে।