পরিচয় মিলেছে নিহত ‘জঙ্গির’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/11/photo-1473580527.jpg)
রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে নিহত ‘জঙ্গির’ পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম শমসেদ হোসেন। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ ইউসুফ আলী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, গুলশান ঘটনার জঙ্গিদের আশ্রয়দাতা বাড়ির মালিক আবদুল করিম নামের যাকে খুঁজছিল পুলিশ, এ ঘটনায় নিহত ব্যক্তির সঙ্গে এই করিমের চেহারার অনেকটা মিল রয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার পর আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে ২০৯/৫ পিলখানা রোডের বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালান পুলিশ সদস্যরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত হন। সন্ত্রাসীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং সন্দেহভাজন তিন নারী জঙ্গি গুলিবিদ্ধ হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।