ব্রহ্মপুত্রে সেতু নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ব্রহ্মপুত্র নদের ওপর সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধন ও পথযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
ব্রহ্মপুত্র নদের ওপর সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সেতু বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে গাইবান্ধার উদ্দেশে পথযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ মিনার চত্বরে একই দাবিতে আয়োজিত সমাবেশে তাঁরা যোগ দেবেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রোবেল আলম মণ্ডল ও সদস্য-সচিব নূরে আলম সিদ্দিকী শাহিন জানান, ব্রহ্মপুত্র নদের ওপর গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ পর্যন্ত সেতু নির্মাণ হলে এ অঞ্চলের প্রায় ৩৫ লাখ মানুষ সহজেই রাজধানীর সাথে যোগাযোগ করতে পারবে।
এতে করে কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধাসহ আশপাশের জেলায় ব্যবসা-বাণিজ্যের পথ সুযোগ বাড়বে।