বরিশালে কঠোর নিরাপত্তায় ঈদ জামাত

দেশ ও দশের শান্তি কামনার মধ্য দিয়ে বরিশালে মুসলিম ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
আগের দিন বিকেল ও রাতে বৃষ্টি হওয়ায় শীতল আবহাওয়ার মধ্যে আজ মঙ্গলবার সকাল ৮টায় বরিশাল কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে দেশের জনগণের শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সেখানে ঈদের জামাতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম, কমিশনার বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবীব কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, বরিশাল জেলা পরিষদের প্রশাসক খান আলতাফ হোসেন ভুলু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নামাজের আগে বয়ানে হজরত মাওলানা শিহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলামানদের দেশ, এখানে সবস্তরের মানুষ শান্তিতে বসবাস করে। যারা শান্তি নষ্ট করছে, তারা কু-চক্রের সঙ্গে হাত মিলিয়ে ইসলাম ধর্ম ও এর মর্যাদাকে ধ্বংস করছে।
অপরদিকে ঈদুল আজহার নামাজকে কেন্দ্র করে বরিশাল নগরী ও জেলার সব উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। প্রধান ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে র্যাব-পুলিশের তিনস্তরের নিরাপত্তা আগে থেকেই নিশ্চিত করা হয়। জায়নামাজ ছাড়া মুসল্লিদের সঙ্গে কোনো ব্যাগ ছিল না।
এ ছাড়া জেলায় বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয় উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও বরিশাল সদর উপজেলার চরমোনাই মাদ্রাসা ময়দানে।