মোংলায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত

মোংলায় কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে আজ মঙ্গলবার সকালে ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
মোংলায় ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় পৌর ঈদগাহ মাঠে। সকাল সাড়ে ৭টায় প্রথম এবং সাড়ে ৮টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব মাওলানা তৈয়বুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মো. ওহিদুল ইসলাম।
কেন্দ্রীয় এ ঈদগাহ ময়দানে মোংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সব শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করেন। নামাজের পর সবাই ব্যস্ত হয়ে পড়েন পশু কোরবানির মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ের।