খুলনায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বৃষ্টির কারণে খুলনা সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে ঈদুল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টায় মাওলানা মো. সালেহর ইমামতিতে এ নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
টাউন জামে মসজিদে খুলনা ২ আসনের সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, জেলা প্রশাসক নাজমুল আহসানসহ বিভিন্ন রাজনীতিক ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঈদের নামাজ আদায় করেন।
টাউন জামে মসজিদে আজ ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া নগরীর বাইতুন নুর মসজিদ, নূরনগর ফায়ার ব্রিগেড ঈদগাহসহ নগরীর ৩১টি ওয়ার্ডে তিন শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গতকাল রাত ১১টার পর খুলনা জেলা প্রশাসক সার্কিট হাউস ময়দান পরিদর্শনের পর প্রধান জামাতের স্থান পরিবর্তনের ঘোষণা দেন। এতে আজ টাউন জামে মসজিদে ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হলো।